অনশনে অসুস্থ হয়ে পড়ছে স্বাস্থ্যকর্মীরা



আজ ২ ফেব্রুয়ারী সরেজমিনে দেখা যায় কয়েক সহস্রাধিক সিএইচসিপিদের মধ্যে প্রায় ৩০/৪০ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে মোর্শেদুল আলম, মাসুকা এলা, আইরিন আক্তার সহ প্রায় ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হয়। এছাড়া বাকীদের অনশনস্থলে চিকিৎসা দেয়া হচ্ছে। 

চাকুরী জাতীয়করনের দাবীতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপিরা) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টানা ১২ দিন থেকে কর্মবিরতিতে রয়েছেন। 
জানা যায়, সিএইচসিপিরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  ২০ জানুয়ারী থেকে ক্লিনিকের কার্যক্রম বন্ধ রেখে জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। ২৩-২৪ জানুয়ারী সকাল ৯টা থেকে তিনটা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি হিসেবে আন্দোলন করেছেন সিএইচসিপিরা। ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন সিএইচসিপিরা।

Post a Comment

Previous Post Next Post