বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, বর্ষীজোড়া এলাকার ফরিদ আলী চৌধুরীর ছেলে মোঃ জাকির আলী চৌধুরী (২৫) ও কালেঙ্গাবাজার এলাকার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে আব্দুল আজিজ (৩৮)।
জেলা মাদকদ্রব্য উপপরিদর্ষক অমল কুমার সেন জানান শহরের বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে তাদের দুজনের কাজ থেকে ৮০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
