রাজস্বের জন্য অনশনে স্বাস্থ্যকর্মী সিএইচসিপিরা



বিশেষ প্রতিনিধিঃ আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে এ কর্মসূচি পালন করলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের জন্য গত দুই দিন (৮, ৯ ফেব্রুয়ারি) তাদের কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। গত শনিবার থেকে আবার অনশন কর্মসূচি শুরু করেন তারা । এর আগে পাঁচদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে ৭ ফেব্রিয়ারী পর্যন্ত ৯৭ জন অসুস্থ হায়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।


তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এসব কর্মীর ২০১৩ সালে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দফা আশ্বাসের পরও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের চাকরি এখন পর্যন্ত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়নি। বক্তারা এসময় কান্নাজড়িত কন্ঠে প্রধানমন্ত্রীর কাছে রাজস্বের জন্য আকুল আবেদন জানান। তাদের কান্নায় পুরো প্রেসক্লাব এলাকা ভারী হয়ে উঠে। এ সময় বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়। 

বক্তারা আরো বলেন, আমরা একটি দাবি নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে এসেছি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। তারা বলেন, আমাদের দাবির বিষয়ে এরই মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু তারা আমাদের চাকরি জাতীয়করণের বিষয়ে বা রাজস্ব খাতে নেয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তারা শুধু বলেছেন আমাদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। এ ধরনের কথা আমাদের আগেও বলা হয়েছে; কিন্তু কোনো বাস্তবায়ন হয়নি। তাই প্রধানমন্ত্রীর সুস্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া আমরা অনশন স্থগিত করব না। 

Post a Comment

Previous Post Next Post