স্টাফ রিপোর্টার: "শীতার্ত মানুষের পাশে উষ্ণতার চাদর হয়ে" এই শ্লোগানকে সামনে রেখে কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সূচি অনুযায়ী এবার ৩য় ধাপে কুলাউড়া উপজেলার হাওর অধ্যাষিত ভূকশিমইল ইউনিয়নের গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
(১৬ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টায় ভূকশিমইল ইউনিয়নের ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও শীতার্তদের উপস্থিতিতে এ শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করা হয়।
সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিনের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবুর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সিলেটের সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আহমদ, শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, সংগঠনের উপদেষ্টা ডাঃ হেমন্ত চন্দ্র পাল, ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক অজয় দাস, যুগ্ম আহবায়ক হোসেন মোঃ মনসুর, যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, সুনিরমল দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের সদস্য সুজেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সোস্যাল কেয়ার অব নেশনের সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সৈয়দ আনিসুল ইসলাম, খায়রুল কবির জাফর, ওবায়েদুল ইসলাম রাবি, আবু রোম্মান চৌধুরী, সায়েম আহমদ, প্রচার সম্পাদক মোক্তার আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শিবলু, সফিউল আলম সৌরভ, সদস্য মেহেদি হাসান ও খালেদুর রহমান তানজুল প্রমুখ।