গত ১০ বছরে তরুণ ভোটার বেড়েছে ২ কোটি ২৫ লাখ


গত ১০ বছরে তরুণ ভোটার বেড়েছে ২ কোটি ২৫ লাখ



অনলাইন ডেস্ক: নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর থেকে গত ১০ বছরে দেশে তরুণ ভোটার বেড়েছে দুই কোটির ২৫ লাখের বেশি। নতুন তরুণ ভোটারের অধিকাংশের বয়স এখন ১৮-২৮ বছর।
বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। প্রতি বছর গড়ে ২৫ লাখ তরুণ ভোটার তালিকায় যোগ হচ্ছেন। এ বছর হালনাগাদ যোগ হচ্ছে ৪৩ লাখ ২০ হাজারের মতো নতুন ভোটার।
নির্বাচন কমিশন সচিব (ভারপ্রাপ্ত) হেলালুদ্দীন আহমদ বলেন, নতুনদের নিয়ে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। নতুন করে যুক্ত হয়েছে ৪৬ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন এবং ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৩ জন নারী রয়েছে।

Post a Comment

Previous Post Next Post