বিশেষ প্রতিনিধি: বিভাগীয় ভাবে বিচ্ছিন্ন কর্মসূচীর মাধ্যেমে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপিরা চাকুরী রাজস্ব করনের দাবীতে আন্দোলনের দিকে কঠোর কর্মসূচীর দিকে এগুচ্ছে।১৬ জানুয়ারি মঙ্গলবার সিলেট বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশন সমন্বয় সভা অনলাইন প্রেসক্লাব সিলেটে সিএইচসিপি এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আকরাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সিলেট ও হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম এবং হোসাইন চৌধুরীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ লিংকন মিয়া। সভায় চার জেলার সভাপতিদের বিভাগীয় সমন্বয়ক করে ১৭সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
সভায় চট্রগ্রাম, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর বিভাগের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে চাকুরী রাজস্বকরন না হওয়া পর্যন্ত সব ধরনের কমিউনিটি ক্লিনিকের পারফরমেন্স রিপোর্ট প্রদান বন্ধ করার ঘোষনা দেন নেতৃবৃন্দ। ১৭জানুয়ারি কেন্দ্রীয় সিএইচসিপি এসোসিয়েশনের প্রোগ্রামে বিভাগীয় ভাবে প্রতিনিধি দল সেন্ট্রালের কর্মসূচীর সাথে সমন্বয় করে আগামী ১৯শে জানুয়ারি বিভাগীয় ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যেমে চাকুরী রাজস্বকরনের স্বার্থে বিভাগীয় নেতৃবৃন্দ যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত মর্মে শপথ গ্রহন করেন। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুর রশিদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ তানজিল মিয়া, বিভাগীয় নেতা ছাইফুল আলম রুকন, ইউনুছ আলী, জামিল আহমদ, দেলওয়ার হোসাইন, রাজম মিয়া, ইমরান আহমেদ কাবুল, জসিম উদ্দিন, সৈয়দ হাবিবুল হক, আব্দুল হান্নান, সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি আবু কওছর, সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মিলাদ আহমদ, বিলাল হোসেন, জাহেদুর রহমান, জুনাব আলী, লিটন চক্রবর্তী,জাহান শরীফ, দিলু মিয়া, কামাল উদ্দিন, আমিনুর রহমান আহমান, ফয়সল আহমদ, দিপক ধর, মোজাহিদ আলী, নজরুল ইসলাম, বকুল চন্দ্র, সৌরভ চৌধুরী, আজমল আলী, মোশাররফ হোসেন, মহিবুর রহমান, সেবুল আহমদ, আতিকুর রহমান, আব্দুল আহাদ চৌধুরী, রায়হানুর রহমান প্রমুখ।