সত্য ঘটনা নিয়ে শুরু হচ্ছে সময়ের গল্প

সত্য ঘটনা নিয়ে শুরু হচ্ছে সময়ের গল্প

বিনোদন ডেস্কঃ সমাজে ঘটে যাওয়া নানা অপরাধ ও তার রহস্য সমাধানের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। ‘সময়ের গল্প’ নামে ধারাবাহিকটি প্রচারে আসছে আরটিভিতে। এর পরিচালনা করছেন তপু খান।

তিনি বলেন, 'সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। এর প্রতি পর্বে দর্শক নতুন নতুন গল্প দেখতে পাবেন। যার মাধ্যমে বিভিন্ন ধরণের অপরাধ সম্পর্কে জানতে পারবেন ও সতর্ক হতে পারবেন।'

‘সময়ের গল্প’ প্রতি রবি ও সোমবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে। রোববার (৭ জানুয়ারি) দেখানো হবে এর প্রথম পর্ব। এই পর্বের নাম ‘দহন’। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, রোমানা স্বর্ণা, ইভান সাইর, মাধবীলতা, কাজল সুবর্ণ, ওয়াসিম প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন এলিনা শাম্মী।

পর্ব পরিচালনায় থাকছেন আনিসুর রহমান রাজিব, সাইফুল আলম শামীম ও মাহাদি শাওন আদনান। প্রতিটি পর্বের দেখা যাবে ভিন্ন ভিন্ন শিল্পীকে। শ্যুটিং হয়ে যাওয়া অন্যান্য পর্বগুলোতে অভিনয় করেছেন নায়ক আমিন খান, মৌসুমি হামিদ, তানভীর, আশীষ, নুসরাত জান্নাত রুহি ও পান্থ আফজালসহ অনেকে।

ধারাবাহিকটি সঞ্চালনা করবেন মৃদুল হাসান হৃদয়।

Post a Comment

Previous Post Next Post