অনলাইন ডেস্কঃ
বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা প্রযুক্তি
ব্যবহার করে চলেছি। আর তারই জের ধরে গুগল এবার নিয়ে এসেছে কৃত্রিম
বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংবলিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এটি এখন আর
রোবটের মতো কথা বলবেনা। মানুষের মতো স্পষ্ট করে কথা বলবে।
মার্কিন সংস্থা গুগল এজন্য তাদের টেক্সট-টু-স্পিচ বা ট্যাকোট্রন ২ সিস্টেম কাজে লাগাচ্ছে।
এ ব্যাপারে গুগলের পক্ষ থেকে জানানো হয়, ট্যাকোট্রন সিস্টেম একটি সিকোয়েন্স-টু-সিকোয়েন্স ফিচার প্রেডিকশন নেটওয়ার্ক, যা মেল-স্কেল স্পেকটোগ্রামে ক্যারেক্টার এমবেডিংসকে ম্যাপ করতে পারে। পাশাপাশি একটি পরিমার্জিত ওয়েভনেট মডেলকে ভিওকডার হিসেবে ব্যবহার করে স্পেক্টোগ্রাম থেকে টাইম-ডোমেইন ওয়েভফর্মগুলোকে একটি প্রক্রিয়ায় আনা হবে। আর তাহলেই এআই হুবহু মানুষের মতো কথা বলতে পারবে।
এছাড়া ট্যাকোট্রন ২-এর কর্মদক্ষতা যাচাইয়ে নতুন ওয়েবসাইট চালু করেছে গুগল। নতুন ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটি কঠিন নাম বা শব্দ উচ্চারণ করতে পারবে, বাক্যের গঠন অনুযায়ী কণ্ঠস্বর পরিবর্তন করতে পারবে।
মার্কিন সংস্থা গুগল এজন্য তাদের টেক্সট-টু-স্পিচ বা ট্যাকোট্রন ২ সিস্টেম কাজে লাগাচ্ছে।
এ ব্যাপারে গুগলের পক্ষ থেকে জানানো হয়, ট্যাকোট্রন সিস্টেম একটি সিকোয়েন্স-টু-সিকোয়েন্স ফিচার প্রেডিকশন নেটওয়ার্ক, যা মেল-স্কেল স্পেকটোগ্রামে ক্যারেক্টার এমবেডিংসকে ম্যাপ করতে পারে। পাশাপাশি একটি পরিমার্জিত ওয়েভনেট মডেলকে ভিওকডার হিসেবে ব্যবহার করে স্পেক্টোগ্রাম থেকে টাইম-ডোমেইন ওয়েভফর্মগুলোকে একটি প্রক্রিয়ায় আনা হবে। আর তাহলেই এআই হুবহু মানুষের মতো কথা বলতে পারবে।
এছাড়া ট্যাকোট্রন ২-এর কর্মদক্ষতা যাচাইয়ে নতুন ওয়েবসাইট চালু করেছে গুগল। নতুন ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটি কঠিন নাম বা শব্দ উচ্চারণ করতে পারবে, বাক্যের গঠন অনুযায়ী কণ্ঠস্বর পরিবর্তন করতে পারবে।