নিজের সব রেকর্ড ভাঙলেন সালমান

নিজের সব রেকর্ড ভাঙলেন সালমান

বিনোদন ডেস্কঃ বলিউডে ২০১৭ সালে বক্স অফিসে ঝড় তুললেন সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি বলিউড সুপারস্টারের আগে করা রেকর্ড ভেঙে দিয়েছে। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন তারই সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

ভারতীয় গণমাধ্যমে খবর, মুক্তির ২৫ দিনের মধ্যে বক্স অফিসে ৩২৭ কোটির রুপির মতো আয় করেছে 'টাইগার জিন্দা হ্যায়। এর আগে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘সুলতান’ ছবি দুটি তিনশ' কোটি রুপি ব্যবসা করেছিল।

এদিকে, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির এমন সাফল্যে ভীষণ খুশি সালমান। তার মতে, রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। এ বছর ইন্ডাস্ট্রিতে আরও অনেক বক্স অফিস কাঁপানো ছবি আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Post a Comment

Previous Post Next Post