৫০ টাকার জন্য বাবার হাতে প্রাণ গেল শিশু কন্যার

৫০ টাকার জন্য বাবার হাতে প্রাণ গেল শিশু কন্যার

অনলাইন ডেস্কঃ পারিবারিক কলহের জেরে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাবার বিরুদ্ধে আড়াই বছরের এক কন্যা শিশুকে হত্যার অভিযোগ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের এ ঘটনা ঘটে। 

নিহত শিশু লিথির মা সাফিয়া খাতুনের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু থানার ইন্সপেক্টর তদন্ত আসাদুজ্জামান।

তিনি জানান, মাত্র ৫০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে নিহত শিশুর বাবা কৃষক লিটন মন্ডলের ঝগড়া হয়। এরই এক পর্যায়ে মায়ের কোলে থাকা তাদের একমাত্র সন্তান লিথিকে নিয়ে ঘরের মেঝেতে আছাড় মারে লিটন মন্ডল। এতে শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মারা যায় সে।

আসাদুজ্জামান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই পালিয়ে যায় শিশুর বাবা লিটন মন্ডল।

Post a Comment

Previous Post Next Post