কানাইঘাট প্রতিনিধি : আগামী ১ ফেব্রুয়ারী বৃস্হপতিবার সকাল ১০ ঘটিকা হইতে রাত ১২ ঘটিকা পর্যন্ত সুরমা সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ছোটদেশ- চটিগ্রাম নয়াবাজার সংলগ্ন মাঠে এক বিশাল ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।
-
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর পেশ করবেনঃ
★ শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল্লাহ ক্বাসেমী, খুলনা
★ হযরত মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব, বি-বাড়ীয়া
★ হযরত মাওলানা সাঈদুর রহমান, মুহাদ্দিস শ্রীরামপুর মাদ্রসা
★ হযরত মাওলানা মুফতি আব্দুল করিম সাহেব, মুহাদ্দিস জাউয়া মাদ্রসা, সুনামগঞ্জ
-
→উক্ত ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করবেন শায়খুল হাদিস আল্লামা মোহাম্মদ বিন ইদ্রীস সাহেব দা. বা. , মুহতামিম কানাইঘাট দারুল উলূম মাদ্রসা ও তাফসীর মাহফিলে আরো স্থানীয় উলামায়েকেরাম তাফসির পেশ করবেন ।