মৌলভীবাজারে শাবাব-মাহী হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

 মৌলভীবাজারে শাবাব-মাহী হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারে নিহত ছাত্রলীগ কর্মী শাবাব ও মাহী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের আয়োজনে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত বক্তারা দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের জন্য প্রশাসন সহ সচেতন মহলের কাছে দাবি জানান।

মানববন্ধনে শাবাবের মা বলেন, এক মাস পার হলেও পুলিশ শাবাবের হত্যাকারী সকল খুনিকে ধরতে পারেনি, প্রশাসনের নীরব ভূমিকা হতাশাজনক ।

শাবাবের বাবা আবু বকর সিদ্দিক বলেন, নির্দোষ শাবাবকে যারা হত্যা করেছে তাদের সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শান্তির জোরালো দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মুহিবুল ইসলাম, উপাধ্যক্ষ, ড. ফজলুল আলী, মৌলভীবাজার সরকারি শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান ঋষি কেশ ধর, শাবাবের মামা রবিন, দুর্জয় ক্লাবের সভাপতি মো. মেরাজ চৌধুরী প্রমুখ।

বক্তারা জানান, আসামি গ্রেপ্তার না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ ডিসেম্বর দলীয় কোন্দলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই কর্মী মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র শাবাব ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাহী নিজ দলের কর্মীদের হাতে নিহত হয়।

ঘটনার ২ দিন পর নিহত শাবাবের মা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরো ৬/৭ জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় ৪ জন গ্রেপ্তার হলেও প্রধান আসামি তুষার সহ বাকীরা পলাতক।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ জানান, খুব দ্রুত বাকী আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

Post a Comment

Previous Post Next Post