মৌলভীবাজার প্রতিনিধিঃ শীতে কাঁপছে পুরো মৌলভীবাজার। তীব্র শীতের সাথে রয়েছে ঘন কুয়াশা। ফলে বিপাকে পড়েছেন জেলার বাসিন্দারা।
শনিবারও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯.৪ ডিগ্রী সেলসিয়াস। নতুন বছরের শুরুতেই তাপমাত্রা কমে যাওয়ায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মোঃ হারুন অর রশিদ জানান, শনিবার সকাল ৬ ঘটিকায় তাপমাত্রা ৯.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগেরদিন শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯.৪ ডিগ্রী সেলসিয়াস। জানুয়ারি মাসের শুরু থেকে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নীচে চলে আসে এ জেলায়।
শীতের সাথে সন্ধ্যা হলেই ঘন কুয়াশা ঢাকা পড়ছে মৌলভীবাজার। রাত বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। শীতের কারণে কষ্টে দিন কাটাচ্ছে শিশু ও বৃদ্ধরা। সাথে দেখা দিয়েছে শীতজানিত বিভিন্ন রোগ। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে অনেক জায়গায়।
শীতের কারণে আগের তুলনায় রাস্তাঘাটে জনসাধারণের চলাচলও কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে চাইছেন না।