ট্রাম্পের সুস্থতা নিয়ে প্রশ্ন জেগেছে !

ট্রাম্পের সুস্থতা নিয়ে প্রশ্ন জেগেছে !

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তিনি গত বছর যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তার বয়স ছিল ৭০। বর্তমানে ৭১ পার করছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকেই শুরু হয়েছে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন। তিনি এসব গুঞ্জনের বিরোধিতা করলেও নিজের স্বাস্থ্য বিষয়ে কোনো মেডিক্যাল রেকর্ড জনসম্মুখে প্রকাশ করেননি ট্রাম্প।

সম্প্রতি স্বাস্থ্য নিয়ে ফের বিপাকে পড়েছেন ট্রাম্প। বুধবার রাতে ইসরায়েল সংক্রান্ত ঘোষণা দেয়ার সময় ট্রাম্পের কথাবার্তা উলটপালট হয়ে যাচ্ছিল। শব্দগুলো ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তাই ট্রাম্পের সুস্থতা নিয়ে নতুন করে প্রশ্ন জেগেছে।

তুমুল আলোচনা শুরু হওয়ায় এ বিষয়ে বিবৃতি দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ হুকাবে স্যান্ডার্স। বৃহস্পতিবার তিনি বলেছেন, ট্রাম্পের কণ্ঠ শুকিয়ে গিয়েছিল।
এর বেশি কিছু না।

এছাড়া আগামী বছরের শুরুতেই ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সচিব। সূত্র : ইনডিপেনডেন্ট

Post a Comment

Previous Post Next Post