মিছবাহ উদ্দিন: ইতালি নাপলি থেকে প্রকাশিত প্রচারিত সাপ্তাহিক প্রবাস কন্ঠ পত্রিকা নতুন আংগিকে নবযাত্রায় প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।সাপ্তাহিক প্রবাস কন্ঠ পত্রিকাটি জুন মাসে প্রকাশ হওয়ার পর থেকে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে ।
এ সময়ের মধ্যে আলোচিত অসংখ্য সংবাদ প্রকাশ করে সাপ্তাহিক প্রবাস কন্ঠ স্থানীয়ভাবে প্রচার সংখ্যার শীর্ষ স্থান দখল করে নেয়। গত ২ মাস থেকে প্রবাস কন্ঠ সাময়িক স্থগিত থাকলেও অনলাইনের মাধ্যমে সংবাদ প্রচারে ২৪ ঘন্টা সার্ভিস ছিল সাপ্তাহিক প্রবাস কন্ঠ ।
গত ৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নাপলি ইন্ডিয়ান বাংলা রেস্টুরেন্টে সাপ্তাহিক প্রবাস কন্ঠ পরিচালনা পরিষদের উদ্দোগে নানা উংসাহ উদ্দিপনায় প্রকাশনা উংসবের মধ্যে দিয়েই সাপ্তাহিক প্রবাস কন্ঠ ইতালী নবযাত্রা শুরু করে। এতে সাপ্তাহিক প্রবাস কন্ঠের সম্পাদক মিনহাজ হোসেন এর সভাপতিত্তে ও জুলিয়ানু বিএনপি সভাপতি সুলেমান বেগ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী বিএনপি সহ সভাপতি শাহজাহান তালুকদার ও বাংলাদেশ এসোসিয়েশন নাপলী সভাপতি জয়নাল আবেদীন হাজারী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রবাস কন্ঠ ইতালী প্রধান উপদেষ্টা ও জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও এন টিভি ইতালী বূরো প্রধান মনিরুজ্জামান মনির,বাংলাদেশ এসোসিয়েশন নাপলি সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাসিক পূর্ব পশ্চিম পত্রিকা সম্পাদক ও ইতালী বিএনপি সহ সভাপতি ইমদাদুল হক মৃধা,সাংবাদিক সমিতি ইতালীর সাধারণ সম্পাদক চ্যানেল এস ও নিউজ ২৪ ইতালী প্রতিনিধি এম ডি রিয়াজ,চ্যানেল আই ইতালী প্রতিনিধি লাবণ্য চৌধুরী,নাপলি বি এন পি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,নাপলি মহানগর বিএনপি সভাপতি মিজান মজুমদার,নাপলি যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ,নাপলি মহানগর যুবদল সভাপতি আফিল উদ্দিন,নাপলি মহানগর যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মাহি,নাপলির বিশিষ্ট সাংবাদিক রাহুল খান,নাপলি যুবদল নেতা জাকির হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় অতিথিরা বক্তব্য রাখেন সকলেই সাপ্তাহিক প্রবাস কন্ঠ প্রত্রিকার অগ্রযাত্রা শুভ কামনা করেন এবং সাপ্তাহিক প্রবাস কন্ঠের চেয়ারম্যান জয়নাল আবেদীন হাজারীর ৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবাস কন্ঠ পরিচালনা পরিষদ ও জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালী এবং ইতালী, বিএনপি সহ সভাপতি শাহজাহান তালুকদার ,তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে ও কেক কর্তনের মধ্যে জন্মদিন পালন করে ।পরিশেষে সাপ্তাহিক প্রবাস কন্ঠের সম্পাদক মিনহাজ হোসেন বলেন একটি আধুনিক, গ্রহনযোগ্য এবং বিশ্লেষনধর্মী সংবাদপত্র হিসেবে আগামী প্রজন্মকে আরো পাঠকপ্রিয় করতে এ বছর চালানো হবে বলে আশাবাদ ব্যক্ত করে এবং ৩০ বিশিষ্ট নতুন কমিটি ২০১৮-২০১৯ ঘোষণা করে,সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গগণদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
