মুক্তিযোদ্ধা কন্যাকে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন



বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান,জামায়াতে ইসলামীর নায়েবী আমির আবুল খায়ের ও ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিলে বীর মুক্তিযোদ্ধা শহীদ তৈয়ব আলীর কন্যাকে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা। আজ ২৫ ডিসেম্বর (সোমবার) দুপুরে পৌরশহরে এ বিক্ষোভ মিছিল শেষে মানববন্দন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে মানববন্ধন করে। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা, মুক্তিযোদ্ধা কন্যাকে লাঞ্ছিত ও হয়রানিকারী চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post