স্টাফ রিপোর্টার: তাজরেখা ফাউন্ডেশন আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭ ফাইনাল খেলা ২৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি বনাম ইয়াং স্টার ক্লাব ব্রাহ্মণবাজারের মধ্যকার ফাইনাল খেলায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সভাপতি নাজমুল বারী সোহেলের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিসেস হেলেন আহমেদ। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রামপুরা ঢাকা বি এন পির কোষাদক্ষ্য মিসেস রোকেয়া লায়েস,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামিম, ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন রেনু, ফজল আহমেদ, এপেক্সিয়ান ডঃহেমন্ত চন্দ পাল, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, উত্তরা ব্যাংকের ম্যানেজার শ্রী কাজল, এ সময় ফাউন্ডেশনের কর্মীবৃন্দ সহ ব্যবসায়ী নেতা কর্মী অনেকেই উপস্থিত ছিলেন।

