শাবিতে সিন্ডিকেট নির্বাচন ২১ ডিসেম্বর

শাবিতে সিন্ডিকেট নির্বাচন ২১ ডিসেম্বর


অনলাইন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আগামী ২১ ডিসেম্বর সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৭ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষদিন এবং ঐদিনই মনোনয়ন পত্র বাছাই করে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন এবং ঐদিনই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২১ ডিসেম্বর সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন একাডেমিক কাউন্সিলের জন্যও চারজন শিক্ষককে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে।

Post a Comment

Previous Post Next Post