রাজপুত্রের চুম্বনে আপ্লুত সম্রাট

রাজপুত্রের চুম্বনে আপ্লুত সম্রাট


অনলাইন ডেস্কঃ সর্বকালের সেরা দুই ফুটবলার পেলে ও ডিয়েগো ম্যারাডোনা। ফুটবলের জীবন্ত কিংবদন্তীও তারা। এক কিংবদন্তীকে চুমু খেলেন আরেক কিংবদন্তী। লেন্সবন্দি হয়ে এই দৃশ্য আদি অনন্তকাল পর্যন্ত থেকে যাবে। ফুটবলের রাজপুত্র চুম্বন করলেন সম্রাটকে। শীতে কুঁকড়ে যাওয়া রাশিয়ার মাটিতে সে এক অভিনব মুহূর্ত।

অনেকবার মুখোমুখি হয়েছেন। কোলাকুলি থেকে হাত মেলানোর সোনালি-রুপালি ছবি দেখেছে বিশ্ব। আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০১৮-র গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে হাজির ছিলেন পেলে ও ম্যারাডোনা। দুই কিংবদন্তীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলতে হাজির আলোকচিত্রীরা। তখনই ম্যারাডোনা চুমু খেলেন পেলেকে।

সাক্ষী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে ফিফা কর্তারা।

ফুটবল মানেই ঝড় তোলা ছবির মিছিল। মাঠে এরকমই একাধিক ছবির কারিগর হয়েছেন ফুটবল সম্রাট পেলে ও রাজপুত্র ম্যারাডোনা। মাঠের বাইরেও বিভিন্ন সময় দুই ফুটবল ঈশ্বরের মুখোমুখি হওয়া বরাবরই চর্চিত বিষয়। তবে চুম্বনের মতো ঘটনা প্রায় বিরল বলেই ধরে নেওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post