বড়দিনের উৎসবে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ২০

বড়দিনের উৎসবে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ২০

অনলাইন ডেস্কঃ ফিলিপাইনের উত্তরাঞ্চলে সোমবার ক্রিসমাস ডে’র অনুষ্ঠানে যাওয়ার সময় দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ তীর্থযাত্রী নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ম্যানিলার প্রায় ২শ’ কিলোমিটার উত্তরের আগু শহরে একটি বড় বাসের সাথে ছোট বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছোট বাসের অপর নয় যাত্রী আহত হয়েছে। বড় বাসটিতে ১৫ জন যাত্রী ছিল।

এদিকে শহরের কাছের একটি বিখ্যাত ক্যাথলিক চার্চের কথা উল্লেখ করে পুলিশ কর্মকর্তা ভানাসা আবুবো বলেন, তারা মানাওয়াগে পান উৎসবে যোগ দেয়ার চেষ্টা করছিল।

উল্লেখ্য, শত শত বছরের পুরনো আওয়ার লেডি অব মানাওয়াগ চার্চ প্রধানত ক্যাথলিক ভক্তদের কাছে একটি জনপ্রিয় তীর্থ স্থান।

সূত্র: এএফপি

Post a Comment

Previous Post Next Post