ইরানে অব্যাহত সরকারবিরোধী বিক্ষোভে হতাহতের আশঙ্কা

ইরানে অব্যাহত সরকারবিরোধী বিক্ষোভে হতাহতের আশঙ্কা

অনলাইন ডেস্কঃ সরকারবিরোধীদের ওপর ইরানের নিরাপত্তাবাহিনী গুলিতে দুই জন প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে এই খবর ছড়ালেও কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে মুখ খোলেনি।

গার্ডিয়ান জানায়, শনিবার বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়া হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি এবং সরকারের দুর্নীতির প্রতিবাদে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের শুরু। ২০০৯ সালের পর এই প্রথমবারের মতো সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে ইরানে। তৃতীয়দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে শুরু হওয়া এ বিক্ষোভ এখন অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে।

ইরানের রেভুলশনারি গার্ডস বলেছে, রাজনৈতিক স্লোগান ও সম্পত্তি পুড়িয়ে দিয়ে বিক্ষোভ জোরদারের চেষ্টা চলছে। কঠোর হস্তে এ বিক্ষোভ দমন করবে।

ইরানের জনগণ এবং তাদের মৌলিক অধিকার ও সরকারের দুর্নীতি অবসানের দাবির প্রতি সমর্থন দেওয়ার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

Post a Comment

Previous Post Next Post