এশিয়ার সবচেয়ে আবেদনময়ী প্রিয়াঙ্কা!

এশিয়ার সবচেয়ে আবেদনময়ী প্রিয়াঙ্কা!

অনলাইন ডেস্কঃ বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া এখন নজরে না আসলেও তিনি যে বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদনময়ী তার প্রমাণ আরও একবার করলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সমীক্ষায় ফের একবার ৫০ জন এশিয়ার আবেদনময়ী নারীদের তালিকায় প্রথমদিকে নাম উঠে আসল প্রিয়াঙ্কা চোপড়ার নাম। 

সেই সমীক্ষাতে দ্বিতীয় স্থানে আছেন ভারতের টেলিভিশন তারকা নিয়া শর্মা। তৃতীয় ও চতুর্থ নম্বরে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান স্থান পেয়েছেন পাঁচে। তবে সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া একবার বা দুবার নয়, এ নিয়ে পাঁচবার এই খেতাব জিতলেন।

এই স্বীকৃতির খবর শুনে প্রিয়াঙ্কা চোপড়া টুইট করে বলেন, ‘আমার একার এই সফলতা নয়। আমি আমার মা-বাবাকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। পাঁচবারের এই সাফল্যে আমি সত্যিই খুবই কৃতজ্ঞ বিচারকদের কাছে। আমায় যাঁরা অনলাইনে ভোট দিয়ে জয়ী করেছেন তাঁদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ’‌

অবিশ্বাস্যভাবে প্রিয়াঙ্কার পরেই দ্বিতীয় নম্বরে রয়েছেন টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মা।
২০১০ সালে নিয়াকে প্রথম ‘‌কালী’‌ সিরিয়ালে দেখা গিয়েছিল। গতবছর এই সমীক্ষায় দীপিকা প্রথম নম্বরে ছিলেন এবং প্রিয়াঙ্কা ছিলেন দ্বিতীয় নম্বরে।

Post a Comment

Previous Post Next Post