গাঁটছড়া বেঁধেছেন ইলিয়ানা ডি ক্রুজ !

গাঁটছড়া বেঁধেছেন ইলিয়ানা ডি ক্রুজ

বিনোদন ডেস্কঃ বলিউডে এখন চলছে আনুশকা শর্মার বিয়ের উত্তাপ। এরইমধ্যে আরও এক সুন্দরী হাজির বিয়ের খবর নিয়ে। তিনি হলেন ‘বরফি’ খ্যাত ইলিয়ানা ডি ক্রুজ। তবে এই নায়িকার বিয়ের খবরে নিশ্চিত করে কেউই কিছু বলতে পারছেন না। পুরো ব্যাপারটাই রয়েছে ধোঁয়াশায়।

আনন্দবাজার জানাচ্ছে, বড়দিন, নতুন বছর নিয়ে নানা পরিকল্পনায় ব্যস্ত বলিউড তারকারা। তার উপর এখন বিয়ে সাজো সাজো রব বি-টাউনের চারদিকে। সেই সাজেই নাকি চুপিসারে সেজেছেন ইলিয়ানা ডি ক্রুজ। প্রেমিক অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি এমন খবর উড়ে বেড়াচ্ছে বাতাসে।

অবশ্য গুজবটা উস্কে দিয়েছেন নায়িকা নিজেই। অ্যান্ড্রিউ ও তার পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করেছেন ইলিয়ানা। সে ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানে ফটো ক্রেডিট দিয়েছেন ‘হাবি’ অ্যান্ড্রিউকে।

অ্যান্ড্রিউকে ‘হাবি’ বলে উল্লেখ করাতেই বি-টাউনে শুরু হয়েছে যত গুঞ্জন। তাহলে কি অ্যান্ড্রিউর সঙ্গে বিয়েটা সেরেই ফেলেছেন দক্ষিণের এই সুপারস্টার! এই উত্তরটা পেতে আপাতত ইলিয়ানার অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করতেই হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post