খাওয়া ফেলে বরযাত্রীদের ভোদৌড় !

খাওয়া ফেলে বরযাত্রীদের ভোদৌড় !

অনলাইন ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড (জেল) দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান এ রায় দেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের নতুন পাড়ার আলী আহাম্মদের ছেলে খোদা বক্স তার স্কুলপড়ুয়া মেয়ে এসএসসি পরীক্ষার্থীকে সদাবরী গ্রামের কাশেম আলীর ছেলে প্রবাসী মাহতাবের সাথে বাল্যবিয়ে দিচ্ছে এমন সংবাদ পেয়ে শুক্রবার বেলা ৩টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় বরসহ বরযাত্রীরা খাওয়া দাওয়া করছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে খাওয়া ফেলে বরসহ এদিক সেদিক ছোটাছুটি করে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাটি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে জানালে তিনি সন্ধ্যার আগে ঘটনাস্থল বাঘাডাঙ্গা গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মেয়ের বাবাকে সরকারি কাজে বাধাদানের অভিযোগে অভিযুক্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের আদেশ পেয়ে মেয়ের বাবা খোদা বক্সকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শুক্রবার রাতে তিনি দামুড়হুদা মডেল থানা হাজতে আটক ছিলেন। শনিবার সকালে খোদা বক্সকে জেল হাজতে পাঠানো হয়।

মেয়ের বাবা খোদা বক্স জানায়, পুলিশ পৌঁছানোর আগেই মেয়ের বিয়ে সম্পন্ন হয়ে যায়। মেয়ের বয়স কয়েক মাস কম থাকায় কাবিন (রেজিস্ট্রি) হয়নি।  কাবিন বাদে ধর্মীয়ভাবে বিয়ে দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post