মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১

মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১

অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় রুবেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে শহরের বেরীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। রুবেল শহরের বেরীরচর এলাকার ফখরুল ইসলামের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস চন্দ রায় বলেন, রুবেল ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রবাসের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শাহবাব রহমান (২৩) ও নাহিদ আলম মাহি (১৮) নামে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সুত্রঃ বাংলানিউজ

Post a Comment

Previous Post Next Post