অনলাইন ডেস্কঃ ভারতের আসামে দ্রুতগতির ট্রেনে ধাক্কায় মৃত্যু হল ১ শাবকসহ ৬টি হাতির। শনিবার রাত ১ট নাগাদ লাইন পার করার সময় গুয়াহাটি-নাহারলাগুন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় হাতিগুলির।
ঘটনাটি ঘটেছে আসামের সোনিতপুর জেলার বালিপাড়া এলাকায়।
অাসামের বনবিভাগ সূত্রে খবর, গত কয়েক বছরে সোনিতপুর এলাকায় জঙ্গল কেটে বসতি স্থাপন হয়েছে দীর্ঘ এলাকাজুড়ে। নষ্ট হয়ে যাচ্ছে বন্যপ্রাণীদের বসবাসের পরিবেশ। ফলে, তারা জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ঢুকে হামলা চালাচ্ছে। শনিবার রাতেও, সোনিতপুরের বালিপাড়ায় একটি হাতির দল রেললাইন পার করে গ্রামের দিকে যাচ্ছিল বলে ধারণা বনবিভাগের। কিন্তু সেই সময় ওই লাইনে দ্রুতগতিতে আসছিল গুয়াহাটি-নাহারলাগুন এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫টি পূর্ণবয়স্ক হাতি ও একটি হস্তিশাবকের।
