অনলাইন ডেস্কঃ কক্সবাজারে রেহিঙ্গা শিবিরের ত্রাণসামগ্রী খোলাবাজারে কম দামে বিক্রির তথ্য প্রসঙ্গে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রোহিঙ্গাদের মানবিক কারণে এই দেশে আশ্রয় দেওয়া হয়েছে। মিয়ানমারের সাথে তাদের নিয়ে সৃষ্ট সমস্যা দূর হলে দ্রুত সময়ে রোহিঙ্গাদের এই দেশ ছাড়তে হবে।
রবিবার দুপুরে চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এতে প্রধানমন্ত্রী তাদের জন্য শুধু আশ্রয়ই নয়, থাকা, খাওয়া ও নিরাপত্তার ব্যবস্থাও করেছেন। সেই ক্ষেত্রে তারা যদি ত্রাণসামগ্রী নিয়ে বাজারে বিক্রি করে- তা হলে বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখবে। প্রয়োজনে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। এতে বক্তব্য দেন, চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার।
সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা মেয়র এবং জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
