মৌলভীবাজারে জনসাধারণের ঢল নিহত দুই ছাত্রলীগ কর্মীর জানাযায়

মৌলভীবাজারে জনসাধারণের ঢল নিহত দুই ছাত্রলীগ কর্মীর জানাযায়
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত দুই ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাহবাব ও নাহিদ আহমদ মাহীর জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। জানাযায় নামাজে মৌলভীবাজার শহরের সর্বস্থরের জনসাধারণ অংশ নেয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন নিহত শাহবাবের দুলাভাই মাওলানা শাহ নজরুল ইসলাম।

এর আগে বাদ জুম্মা নিহত নাহিদ আহমদ মাহির জানাযার নামাজ তার গ্রামের বাড়ি কনকপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামে অনুষ্ঠিত হয়। নাহিদের টাইন ঈদগাহে নাহিদের দ্বিতীয় জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শাহবাবের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী শাহবাবের বড় বোন কানাডা থেকে ফেরার পর কাল শনিবার লাশ দাফন করা হতে পারে। বর্তমানে লাশটি হিমাগারে সংরক্ষণ করে রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, মৌলভীবাজার চেম্বারের পরিচালক শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনিসহ আত্মীয়-স্বজন, নিহতদের সহপাঠী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।

Post a Comment

Previous Post Next Post