গোলাপগঞ্জে প্লাস্টিক সামগ্রির দুকানে ভয়াবহ আগুন

গোলাপগঞ্জে প্লাস্টিক সামগ্রির দুকানে ভয়াবহ আগুন

ছাদিকুর রহমান, গোলাপগঞ্জ সিলেট:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিগঞ্জ বাজারে গতকাল রাতে দুতলা বিশিষ্ট একটি ভবনের ২য় তলায় থাকা প্লাস্টিকের দুকানে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, আর.এফ.এল কোম্পানি লিমিটেড এর ডিস্ট্রিবিউটর ইফতেখার এন্টারপ্রাইজ নামক দুকানটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তাদের নিজস্ব প্রচেষ্টায় আগুন নিভানোর প্রচেষ্টা চালানো হয় পরে, আগুন বৃদ্ধি পেলে আলমপুর থেকে ফায়ারসার্ভিসের একটি টিম এসে এক ঘন্টা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণ করেন।

ফায়ার সার্ভিসের ধারণা যে, বৈদুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।এ ঘটনায় কেউ হতাহত হয়নি।তবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এদিকে আগুন লাগার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় জনমনে আতংক বিরাজ করছে।

Post a Comment

Previous Post Next Post