মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা

মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা
অনলাইন ডেস্কঃ জ়েরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। 

সোমবার দুপুরের দিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে তিনটি ইসলামিক দল ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধার শিকার হয় তারা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড়ে পৌঁছালে তাদের সামনে যেতে বাধা দেয়া হয়।

পরে সেখানে রাখা ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেন, সরকারের এ রকম বাধা কতদিন চলবে? জোয়ার এলে কোনোভাবেই তা ঠেকানো যাবে না।

পরে তিনি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। 

মিছিল থেকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

Post a Comment

Previous Post Next Post