স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে একাধিক মামলায় ২৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টিটু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার সোনাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। টিটু মিয়া সোনাপুর এলাকার মাহমদ মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, টিটু মিয়ার বিরুদ্ধে ২০০৩ সালে একটি অস্ত্র মামলা ও ২০০৫ সালে একটি মাদক মামলায় ২৬ বছরের দণ্ড দেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
