ফের 'নো বল' করে টুইটারে সমালোচিত বুমরা

ফের 'নো বল' করে টুইটারে সমালোচিত বুমরা
স্পোর্টস ডেস্কঃ আবার নো বল। শুধু তাই নয়, এবারও বোলারের নাম জাসপ্রিত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শুরুতেই পাকিস্তান ওপেনার ফখর জামানকে তুলে নিয়েছিলেন বুমরা। কিন্তু নো বল হওয়ায় জামান বেঁচে যান। তারপর নো বল নিয়ে টুইটারে সমালোচিত হয়েছিলেন ভারতের জাতীয় দলের পেসার।  

আবার একই ঘটনা ঘটালেন তিনি। ধরমশালায় শুরুতেই উপুল থারাঙ্গাকে তুলে নিয়েছিলেন বুমরা। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান থারাঙ্গা। শেষপর্যন্ত করে যান ৪৯ রান। শ্রীলঙ্কাও ১১৩ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে জয় তুলে ফেলে।  

ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেট ভক্তরা টুইটারে বুমরাকে নিয়ে মজা করতে ছাড়েননি।

একজন বলেছেন, ‘‌বুমরা আবার বুমরার মতো কাজ করল!‌ নো বলে উইকেট নিল। ’‌ আর এক ক্রিকেট ভক্ত বলেছেন, ‘‌বিশেষ জুতো পড়া উচিত বুমরার। যাতে নো বল না হয়। ’‌ 
আর একজন তো বলেই দিলেন, ‘‌নো বল যদি শিল্প হয়। তাহলে বুমরা হচ্ছেন পিকাসো। আরেক ভক্তের টিপ্পনি, ‘‌নো বল আর বুমরা সমার্থক হয়ে গেছে। 

Post a Comment

Previous Post Next Post