অনলাইন ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের। স্থানীয় সময় শুক্রবার রাতের ওই হামলায় শিশুসহ ২৫ ফিলিস্তিনি আহত হয়েছে।
শনিবার রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, গাজা উপত্যকার শাসক দল হামাসের রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার গত বৃহস্পতিবার জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা শহরে বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা।
ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত এবং সাত শতাধিক আহত হয়েছে।
বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করার ঘোষণা দেন৷ পাশাপাশি ইজরায়েলের রাজধানী হিসেবেও জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র৷
এর জেরেই ক্ষুব্ধ হয়ে উঠছে সমগ্র মুসলিম বিশ্ব। আরব দুনিয়া ও পশ্চিম এশিয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচিত হচ্ছে ট্রাম্পের জেরুজালেম নীতি৷
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধের হুশিয়ারি দিয়ে তীব্র গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে৷