গাজায় ইসরাইলের বিমান হামলায় ২৫ ফিলিস্তিনি আহত

গাজায় ইসরাইলের বিমান হামলায় ২৫ ফিলিস্তিনি আহত
অনলাইন ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের। স্থানীয় সময় শুক্রবার রাতের ওই হামলায় শিশুসহ ২৫ ফিলিস্তিনি আহত হয়েছে। 

শনিবার রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।  

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, গাজা উপত্যকার শাসক দল হামাসের রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার গত বৃহস্পতিবার জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা শহরে বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা। 

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত এবং সাত শতাধিক আহত হয়েছে।

বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করার ঘোষণা দেন৷ পাশাপাশি ইজরায়েলের রাজধানী হিসেবেও জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র৷

এর জেরেই ক্ষুব্ধ হয়ে উঠছে সমগ্র মুসলিম বিশ্ব। আরব দুনিয়া ও পশ্চিম এশিয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচিত হচ্ছে ট্রাম্পের জেরুজালেম নীতি৷

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধের হুশিয়ারি দিয়ে তীব্র গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে৷ 

Post a Comment

Previous Post Next Post