এক ছবি ৪৫০ মিলিয়ন ডলারে কিনলেন সৌদি যুবরাজ

এক ছবি ৪৫০ মিলিয়ন ডলারে কিনলেন সৌদি যুবরাজ
অনলাইন ডেস্কঃ সৌদি আরবকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়া যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি বেশ কিছু ঘটনায় আলোচনায় এসেছেন।

বিশেষত তার বাবার পর নিজের ক্ষমতা লাভের পথ সুগমের জন্য সৌদি প্রিন্স ও প্রভাবশালী ব্যক্তিদের আটকের ঘটনায় তিনি বেশ সমালোচিত হয়েছেন।

এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

তবে এবার খোদ সৌদি যুবরাজের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।

সম্প্রতি তিনি নাকি ৪৫০ মিলিয়ন ডলার ব্যয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির একটি পেইন্টিং ক্রয় করেছেন।

এক ছবি ৪৫০ মিলিয়ন ডলারে কিনলেন সৌদি যুবরাজ

এই ক্রয়ে সৌদি প্রিন্স সরাসরি যুক্ত ছিলেন না। তবে তার এক কাজিন নাকি পেইন্টিংটি কেনার দায়িত্বে ছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডেইলি পাকিস্তান।

সালভাদর মুন্ডি নামে পেইন্টিংটি প্রায় ৫০০  বছরের পুরনো। নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত এক নিলাম থেকে রেকর্ড দামে পেইন্টিংটি ক্রয় করা হয়।

এদিকে শুধু পেইন্টিং নয়, সম্প্রতি সৌদি যুবরাজ নাকি বিশাল আকারের একটি বিলাসবহুল ইয়ট কিনেছেন। এই ইয়ট নাকি বিশ্বের বিলাসবহুল বড় তিনটি ইয়টের একটি। ৫৫০ মিলিয়ন ডলারে নাকি তিনি ওই ইয়টটি কেনেন।

Post a Comment

Previous Post Next Post