জয়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন সোহানা সাবা

জয়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন সোহানা সাবা
অনলাইন ডেস্কঃ অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ যখন জনপ্রিয়তায় তুঙ্গে তখনই আঙ্গুল তোলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। জয়কে নিয়ে প্রকাশ্যে চাড় থাপ্পড় মারার কথা বলেছেন।

নিজেকে সিনিয়র শিল্পী দাবি করে সানী শিল্পীদের সম্মান দেওয়ার কথাও বলেছেন।
এই নিয়ে যখন বিতর্কে পানি ও ঘি দেয়ার প্রতিযোগিতা চলছে তখনই অভিনেত্রী সোহানা সাবা জানালেন-জয়ের চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। আজ রবিবার বিকেলে সাবা নিজের ফেসবুক প্রোফাইলে এই তথ্য নিশ্চিত করে সাবা বলেন, আজকাল কোথাও ইন্টারভিউ দিতে ইচ্ছা করেনা কারণ প্রশ্নগুলো থাকে বোকা বোকা!

সাবা আরো লিখেছেন, কারণ, কি করে শুরু করলেন,কি নিয়ে ব্যস্ত আছেন আর ভবিষ্যত পরিকল্পনা কি- এই বোকা বোকা প্রশ্ন ছাড়া এমন কিছু থাকেনা যেটাতে আমি নতুন করে কিছু বলবো।

তিনি বলেন, মানুষ নতুন কিছু জানবে। তবে ব্যতিক্রম ৩-৪জন আছেন তাদের মুখোমুখি হতে সাহসী হতে হতে হহয়। তেমনটি জয় ভাইয়া! আবার তাঁর চ্যালেন্জ এক্সেপ্ট করলুম। 

Post a Comment

Previous Post Next Post