আমি কখনোই নাচবো না: আলিয়া

আমি কখনোই নাচবো না: আলিয়া
অনলাইন ডেস্কঃ বলিউডের হালের ক্রেজ অভিনেত্রী আলিয়া ভাট। আর সেই আলিয়াই নাকি আর নাচবেন না। এরই মধ্যে নাচের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মুহূর্তে ছবির শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া। এসব ছাড়াও মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলের নিউ ইয়ার পার্টির বড় আয়োজনে এবার পারফরম্যান্সের ডাক পেয়েছিলেন আলিয়া।

৪০ মিনিট পারফরম্যান্সের জন্য তাকে প্রস্তাব করা হয় আড়াই কোটি রুপি। কিন্তু অবাক করার বিষয় হলো সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। নিউইয়ার পার্টিতে অর্থের বিনিময়ে নাচার কোনও ইচ্ছে নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

আলিয়া বলেন, আমি গত কয়েক বছরে কোনো নিউইয়ার পার্টিতে অর্থের বিনিময়ে পারফর্ম করিনি। আমি কেবল অভিনয় করেই যেতে চাই। এ ধরনের শো করার ইচ্ছে নেই আমার। এ কারণেই এ প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি আমি। কোনো নিউইয়ার পার্টিতে আমি কখনোই নাচবো না, যদি সেটা অর্থের বিনিময়ে হয়। 

Post a Comment

Previous Post Next Post