গোলাপগঞ্জে ৬ দিন ধরে যুবক নিখোজ, থানায় জিডি

গোলাপগঞ্জে ৬ দিন ধরে যুবক নিখোজ, থানায় জিডি
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে ৬ দিন ধরে এক যুবক নিখোজ হওয়ার খবর পাওয়া গেছে।
সে গোলাপগঞ্জের ফুলবাড়ি পূর্বপাড়া  এলাকার মৌলানা আলতাফ হুসেনের পুএ আবু তায়্যিব মোঃ সায়েম।
নিখোজ হওয়া সায়েমের মামা মোঃ মাসুদ জানান, গত ০৪/১২/২০১৭ইং তারিখ রোজ সোমবার অনুমানিক বিকাল ০৪:৩০ মিনিটে সায়েম বাসা থেকে বের হয়,কিন্তু বাসায় প্রতিদিনের মত ফিরতে দেরী হওয়ায় তার মা তাকে ঐদিনই রাত্রে অনুমান ১০:০০ ঘটিকার সময় ফোন দিলে সে বলে সিলেট শহরে সে তার এক বন্দুর বাসায় থাকবে রাত্রে সে বাসায় ফিরবে না। সে  পরদিন সে বাসায় না ফেরায় তার মা  তার ফোনে কল দিলে ফোন বন্ধ দেখায়। এই অবস্থায় আজ ৬ দিন হয়ে গেল।

তিনি আরো জানান, তারা নাকি সকল আত্বীয়স্বজন মিলে অনেক খুজাখুজি করে তার কোন সন্দান না পাওয়ায় তার মা  গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী  দায়ের করেন জিডি নং:৪৭৯। 
কেউ সন্দান পেলে নিম্নের নাম্বারে যোগাযোগ করার আহবান জানান:০১৭৯০৪৮০৩৬৬

Post a Comment

Previous Post Next Post