স্টাফ রিপোর্টারঃ সকাল থেকেই মেঘলা আকাশ। সূর্যহীন আকাশের সীমানায় মেঘে ঢেকে গেছে দিনের উজ্জ্বলতাটুকু। সেই সাথে চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টিধারা। শুক্রবার মধ্যরাত থেকেই থেমে থেমে এমন গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের শুরু।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
অব্যাহত হালকা বর্ষণে কারণে প্রয়োজন ছাড়া মানুষজন বাসা বাড়ী থেকে বের হচ্ছেন না। কাজে যেতে না পেরে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নবিত্তরা। সকাল থেকে টানা বৃষ্টিতে ব্যাংক-বীমা,অফিসে উপস্থিতি ছিল কম।
শহরগুরে দেখা যায় প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বেড় হচ্ছেন না ,দুপুর হওয়ার পরও খুব কম দোকান খুলতে দেখা যায়।
এই নিম্নচাপ কারনে আরও দুই দিন মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

