স্টাফ রিপোর্টারঃ আজ শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসছেন তিন মন্ত্রী। তারা হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়া তাদের সঙ্গে থাকছেন বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ।
সরকারি সফরসূচি থেকে জানা গেছে, শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র ও রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে ব্যস্ততম দিন কাটবে তিন মন্ত্রীর।
শুক্রবার সকাল ৯টায় স্থানীয় গ্রান্ড সুলতান রিসোর্টে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন এবং গাইনী ও অবস সোসাইটি অব বাংলাদেশের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর ১১টায় বন বিভাগের বিএফআইডিসি আয়োজিত রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন।
এ অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন। পরে বন ও পরিবেশ মন্ত্রী দুপুর আড়াইটায় লাউছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করবেন। পরদিন শনিবার (৯ ডিসেম্বর) উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার কমিউনিটি বেজড্ ম্যানেজম্যান্ট অব টাঙ্গুয়ার হাওর প্রকল্প পরিদর্শন করবেন।
দুপুর আড়াইটায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট বিভাগের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম (টি অকশন) হাউজ উদ্বোধন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
