বিয়ানীবাজার প্রতিনিধিঃ আগামী ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিয়ানীবাজার প্রিমিয়ার লীগ বিপিএল’র প্রথম আসর। বিয়ানীবাজার পিএইচজি স্কুল মাঠে বিকাল তিনটায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
২৫ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট বিষয়ে সকল তথ্য উপস্থাপন করেন বিপিএল চেয়ারম্যান সাইফুল ইসলাম সুয়েল।
বিপিএলে দুইটি গ্রুপে দশটি দল অংশ নেবে। দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। সেমি ফাইনাল থেকে পাঁচ করে অতিথি খেলোয়াড় বাধ্যতামুলক করা হয়েছে।
বিপিএলে বিয়ানীবাজার উপজেলার দশটি দল অংশ নেবে। দলগুলো হচ্ছে সুপাতলা জাগরণ সংঘ, নর্থ সাউথ স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা, ফতেহপুর ক্রিকেট ক্লাব, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, এ্যারাইভাল্স, জলঢুপ ক্রিকেট ক্লাব, ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব, লিজেন্ট অব বিয়ানীবাজার ও নবদূত ক্রীড়া চক্র।
বিপিএল চেয়ারম্যান সুয়েল জানান, সব কিছু অনুকুলে থাকলে আগামী ৩ জানুয়ারি উদ্বোধনী খেলা শুরু হবে।
সংবাদ সম্মেলনে গোলাবশাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজুর সভাপতিত্বে এবং কিশোর সংঘের সাধারণ সম্পাদক আকবর হোসেন লাবলুর পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল হক, গোলাবশাহ কিশোর সংঘের গভর্নিং বডির চেয়ারম্যান আবু আহমদ সাহেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সামসুল হক ও সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার নিউজ ২৪ এর প্রধান সম্পাদক আব্দুল ওয়াদুধ, বিপিএল’র অন্যতম পৃষ্ঠপোশক সামসুল ইসলাম, এনাম উদ্দিন, আখতার অনিক, জাবেদ আহমদ, শামীম আহমদ এমআর আনিস, এনাম উদ্দিন এনু প্রমুখ।
বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার টাকা ও রানার্সআপ দল পাবে ৪০ হাজার টাকার প্রাইজমান ও ট্রপি।