মৌলভীবাজার প্রতিনিধিঃ প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে প্রাইভেটকারে করে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে মৌলভীবাজারের কুদালিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এমপি সায়রা মহসিন হাতে সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত দাশ।
মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, বিকেলে এমপি সৈয়দা সায়রা মহসিন শহরতলীর জগন্নাথপুরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফিরছিলেন। পথে কুদালিপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাকে বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য হাতে সামান্য আঘাত পেয়েছেন।
