রাসূল (সা:) এর ৩৯ তম বংশধর, আসছেন গোলাপগঞ্জে"


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ ভারতের প্রভাবশালী ধর্মীয় নেতা, জানেশিনে শায়খুল ইসলাম, দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আওলাদে রাসূল হযরত আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী হাফিযাহুল্লাহ আট দিনের দ্বীনি সফরের অংশ হিসেবে গোপালগঞ্জে আগামী ১০ ডিসেম্বর আসছেন। তিনি গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীন ব্দীনি প্রতিষ্টান ঢাকাদক্ষিণ দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসায় হুসাইনিয়া ছাত্র সংসদ এর আয়োজনে বার্ষিক জলসায় তাফসির পেশ ও দোয়া পরিচালনা করবেন। উনার বয়ান শুনা ও দোয়া নেওয়ার জন্য গোলাপগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা অধীর আগ্রহে পথ চেয়ে রয়েছেন। ঢাকাদক্ষিণ এলাকার বাসিন্দা জয়নাল মিয়া বলেন, তিনি হুজুরকে একনজর দেখার জন্য ও দুয়া নেওয়ার জন্য অপেক্ষা করছেন।
মাদ্রাসার প্রিন্সিপাল, হযরত মাওলানা হাফিজ ছালেহ মুহাম্মদ যাকারিয়ার সাথে কথা বলে জানা যায়, তাদের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। হুজুরের আগমনে ছাত্র শিক্ষকরা মিলে কাজ করে যাচ্ছেন। এখন শুধুই অপেক্ষার প্রহর।
উল্লেখ যে,ভারতের প্রবীন আলেমে দীন আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি প্রতিবছর দীনি দাওয়াত নিয়ে গোলাপগঞ্জে আসেন। বাংলাদেশের বিভিন্ন মাহফিলে থেকে ছুটে আসে হাজারও মানুষ।
তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন তিনি।
তার সাক্ষাৎ ও বয়ান শুনতে দূর দূরান্ত থেকে ছুঠে আসেন।

Post a Comment

Previous Post Next Post