দুই মাস পর অটোরিকশাসহ আসাদ হত্যার ৪ আসামি গ্রেফতার

দুই মাস পর অটোরিকশাসহ আসাদ হত্যার ৪ আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি: অবশেষে দুই মাস পর মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচিত সিএনজি চালিত অটোরিকশা চালক আসাদ হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা এয়ারপোর্ট থানা এলাকা হইতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সেটসহ বড়লেখা উপজেলার সোনাপুর এলাকার নাজিম উদ্দিন খোকন এর ছেলে জাকির হোসাইন (২৮)কে গ্রেফতার করা হয়। তার স্বীকারউক্তি মোতাবেক জেলে থাকা কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকার গোয়াব মিয়ার ছেলে আবুল হোসেন ওরফে হাবিব হোসেন (৩২)কে আদালতের মাধ্যমে গ্রেফতার আবেদনের মাধ্যমে ওই মামলায় গ্রেফতার পূর্বক গত ৩০ অক্টোবর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনে রিমান্ডে আনা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে ৩১ অক্টোবর ঘটনার সাথে জড়িত অপর সহযোগী হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বাগবাড়ী (শিবির) এলাকার মৃত আব্দুল জাহিরের ছেলে আলী হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়। আলী হোসেনের দেওয়া তথ্য মতে একই দিন ব্রাহ্মনবাড়ীয়ার নাছির নগর উপজেলার পূর্বভাগ এলাকার হাজী রুকু মিয়ার ছেলে ইউসুফ মিয়া (২৫)কে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর পুত্র অটোরিকশা চালক আসাদ আলী পেশার টানে নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৪দিন পর গত ৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের লালপুর কাটাবিল এলাকা থেকে তার গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post