অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে স্থানীয় সূত্র বলছে, এ সংখ্যা আরো বেশি হতে পারে।
জানা গেছে, বুধবার সকালে বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে নৌকাটি পাগলা নদীতে ডুবে যায়। তারা নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিল। সেখানে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।
হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এতে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।