অনলাইন ডেস্কঃ বিএনপি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার (১২ নভেম্বর) অনুষ্ঠেয় সমাবেশ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে সমাবেশ করার লক্ষ্যে দলটির একটি প্রতিনিধি দল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যায়।এ সময় সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেলসহ হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচি যাতে সফলভাবে হতে পারে-সেজন্য সরকারের কাছ থেকে ইতিবাচক রাজনৈতিক আচরণ আশা করছে বিএনপি।
রবিবার (১২ নভেম্বর) সমাবেশে দলীয় প্রধান খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি সূত্র থেকে জানা যায়, রবিবারের (১২ নভেম্বর) সমাবেশে ঢাকা ও ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ গুরুত্বসহ কারে দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও জেলার নেতাদের ডেকে যৌথসভা করেছে দলটি।
মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা করতে আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করবো, তারা যেন কোনো রকম উস্কানিমূলক কার্যক্রম না করেন। এ ব্যাপারে আমাদের সহযোগিতা করেন। আমরা সরকারের কাছ থেকে রাজনৈতিক আচরণ আশা করবো।
একইসঙ্গে আমরা অন্যান্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চাইবো। যাতে জনগণের মত আমরা প্রকাশ করতে পারি।
