কাতালোনিয়া স্বাধীনতার ইস্যুতে স্পেনকে সমর্থন বাংলাদেশের

কাতালোনিয়া স্বাধীনতার ইস্যুতে স্পেনকে সমর্থন বাংলাদেশের


অনলাইন ডেস্কঃ কাতালোনিয়ার স্বাধীনতা রুখতে এবং জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষায় স্পেন সরকার যেসব সাংবিধানিক পদক্ষেপ নিয়েছে তাতে বাংলাদেশের সমর্থন রয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কাতালোনিয়া প্রশ্নে বাংলাদেশের এ অবস্থান স্পষ্ট করা হয়েছে। সম্প্রতি কাতালোনিয়ার আঞ্চলিক নেতারা স্বাধীনতার ঘোষণা দিলে দেশের গুরুত্বপূর্ণ রাজ্যে কেন্দ্রীয় শাসন জারি করে স্পেন সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের মূল নীতি অনুসরণ করে বাংলাদেশ কাতালোনিয়ার বিষয়টি স্পেনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মনে করছে। বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ মনে করে, জাতীয় ঐক্য, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ওই অঞ্চলে অস্থিরতার অবসান ঘটবে এবং সব নাগরিকের স্বার্থের সুরক্ষা হবে বলে আশা করছে বাংলাদেশ।

কাতালোনিয়ার পক্ষে অবস্থান না নিতে বিশ্বের বিভিন্ন দেশে স্পেনের কূটনৈতিক মিশনগুলো সক্রিয় তৎপরতা চালাচ্ছে। সম্প্রতি ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত বলেন, কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে পাশে চায় স্পেন।

Post a Comment

Previous Post Next Post