অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছে।
রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ হামলা হয় বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার অন্তত ২৭ জন নিহতের কথা নিশ্চিত করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
গুলিতে আরও বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।
এফবিআই’র সান আন্টোনিও শাখা এ ঘটনায় তাদের কর্মীদের মোতায়েন করার কথা জানিয়েছে । তারা বলেছে, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এফবিআই বলেছে, একজন গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। আর কেউ হামলায় সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
