ভিয়েতনামে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬

ভিয়েতনামে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬

অনলাইন ডেস্কঃ ভিয়েতনামের মধ্যাঞ্চলে টাইফুন ডমরির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে এবং এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে। এতে আরো ১৯৭ জন আহত হয়েছে। শুক্রবার সকালে দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানায়।

তারা আরো জানায়, টাইফুন ডমরির আগাতে ২ হাজারের বেশী ঘরবাড়ি ধসে পড়ে, ১ হাজার ২৩১টি কার্গো ও মাছ ধরা জাহাজ ও নৌযান ডুবে যায় এবং ৪৩ হাজার ৩শ’র বেশী হাঁস-মুরগি ও গবাদি পশু মারা যায়।

ভিয়েতনামের নিরাপত্তা বাহিনী বিন ডিন প্রদেশের কুই নন নগরীর বন্দরে ডুবে যাওয়া আটটি জাহাজের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। এসব জাহাজ থেকে তেল ভেসে যাওয়া ঠেকাতেও তারা প্রস্তুত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post