নারী সাজে রণবীর

নারী সাজে রণবীর

বিনোদন ডেস্কঃ মেয়ে ভক্তের কাছে চকলেট বয় নামে বেশি পরিচিত রণবীর। হঠাৎ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি ভাইরাল হয়েছে।
ছবিটিতে দেখা যায়, নাকে নথ, কানে দুল দিয়ে নারী সেজেছেন তিনি। আসলে কাহিনী কি?

স্ন্যাপচ্যাটের মাধ্যমে এই রূপ পরিবর্তন রণবীরের। স্ন্যাপচ্যাটে বলিউড ভার্সন দিয়ে একটি নারী রূপের ভিডিও ধারণ করেন। ভিডিওটিতে দেখা যায়, তিনি এটা খুব উপভোগ করছেন।

বর্তমানে রণবীর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তার ফাঁকেই সেট থেকে এই কীর্তি করেছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন আলিয়া ভাট্ট। এ ছবিতে ‘ড্রাগন’ নামের এক সুপার হিরোর চরিত্রে অভিনয় করবেন রণবীর।

Post a Comment

Previous Post Next Post