অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. রাসেল আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বড়থল গ্রামের কুটু মিয়ার ছেলে।
বুধবার (৮ নভেম্বর) রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, রাসেল আহমদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ইং এর ২২(ঘ) ধারার (জিআর ২২/১৭) মামলায় সম্প্রতি বিজ্ঞ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর থেকে রাসেল আহমদ পলাতক ছিলেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
